আজকাল বাংলা ভাষায় ছড়িয়ে পড়েছে সকল প্রযুক্তি শিক্ষা। এমনকি এখন বাংলায় ডোমেইন রেজিস্ট্রেশনও করা যায়। ইন্টারনেট আজ হাতের মুটোর মোবাইলে। আজকের এই পোস্টে আমি যে টিপসটি শেয়ার করব তার দ্বারা আপনি আপনার মোবাইল দিয়ে বাংলা পড়তে পারবেন।
নিয়মাবলী:
- প্রথমে আপনার অপেরা মিনি ওপেন করুন।
- এড্রেস বারে লিখুন: " opera:config" এবং এন্টার করুন।
- নতুন একটি পেইজ আসবে। সবার নিচে লক্ষ করুন "USE BITMAP FONT FOR COMPLEX SCRIPT" নামে একটি অপশন আছে।
আপনার কাজ এ পর্যন্তই। এবার পড়ুন সব বাংলায়। উপকারে আসলে কমেন্ট করে জানাবেন।
- এবার অপশনটি Yes করে দিন।
অনুসন্ধান করুন:
১. অপেরা মিনি বাংলা।
২. অপেরা মিনিতে বাংলা দেখুন।
৩. Opera Mini @ Bangla.
নেত্রকোনা, ঢাকা বাংলাদেশ।@ আইটি নেত্রকোনা।
ঞ্জদন
ReplyDelete