Saturday, May 18, 2013

এইচ এস মি ভর্তি তথ্য ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ। EIIN নাম্বার সহ!!!

দেশের সব সরকারি-বেসরকারি কলেজে আগামী ১৮ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কাজ শুরু হবে। এরপর ১ জুলাই শুরু হবে ক্লাস।

গত কয়েক বছরের মত এবারো মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় বিভিন্ন কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৮ মে থেকে ৬ জুন পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএসে আবেদন করতে হবে। তবে সনাতন পদ্ধতিতেও আবেদন জমা দেয়া যাবে বলে শিক্ষামন্ত্রী জানান।
ভর্তির আবেদনপত্রের দাম ঠিক হয়েছে ১২০ টাকা।
মন্ত্রী বলেন, ফল পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৬ জুন ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও টাকা জমা দেয়া যাবে ৩০ জুন পর্যন্ত।
মন্ত্রী জানান, ১৫ জুলাই বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি বোর্ডে জমা দিতে হবে। তবে বিলম্ব ফিসহ ভর্তি ও টাকা জমা দেয়া যাবে ১১ জুলাই পর্যন্ত।